Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শামীম শাহেদ-এর মনের কথা’র সাত বছর পূর্তি

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘মনের কথা’ প্রচারের ৭ বছর পূর্ণ হচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। ২০১০ সালে ২৭ ডিসেম্বর প্রচারিত অনুষ্ঠানটির প্রথম পর্বে ছিলো একজন পেশাদার জল্লাদের সাক্ষাৎকার। পর্দার আড়ালে বসে থেকে জল্লাদ তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। এভাবেই প্রতিটি পর্বে এক বা একাধিক ব্যক্তি তাদের অভিজ্ঞতার বর্ণনা দেন। এর মধ্য দিয়ে সতর্ক করা হয় দর্শকদের। ‘মনের কথা’ অনুষ্ঠানে উঠে আসে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ডোম, গাড়ি চুরি, ভেজাল শিশুখাদ্য, ভুয়া ডাক্তার, ভুয়া কসমেটিকস্ বিক্রেতা, ফরমালিন দেয়া খাবারসহ বিচিত্র সব বিষয়। আফসানা মিমির উপস্থাপনা ও শামীম শাহেদের প্রযোজনায় অনুষ্ঠানটির প্রথম শূটিং সম্পন্ন হয় ২০১০ সালের অক্টোবর মাসে। প্রথম অংশের সামান্য বিরতীর পর দ্বিতীয় দফায় নতুনভাবে এই অনুষ্ঠানটি উপস্থাপনা শুরু করেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ। এবারের পর্বগুলোতে উঠে আসে আরও নতুন কিছু বিষয়। এর মধ্যে আছে হিজড়া সেজে চাঁদাবাজি, সাইবার ক্রাইম, পকেটমার, জমির দলিল করার ক্ষেত্রে প্রতারণা, টাকার বিনিময়ে সঙ্গীনি, সিঙ্গেল মাদার, ভুয়া সাক্ষি, ইয়াবা বিক্রেতা, হাসপাতালে দালালের দৌরাত্ম, জ্বিনের বাদশা ইত্যাদি বিষয় উলে­খযোগ্য। ‘মনের কথা’র প্রচারের সাত বছর পূর্তি উপলক্ষে শামীম শাহেদ বলেন, ‘মনের কথা অনুষ্ঠানের সাত বছর প্রচার পূর্ণ হচ্ছে ২৭ ডিসেম্বর। বেশ ভালো লাগছে। এত দূর আসতে পেরেছি দর্শকদের জন্য। তারা অনুষ্ঠানটি পছন্দ করেছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চাই, বাংলাভিশন মানুষের প্রয়োজনের চ্যানেল হয়ে উঠুক। সেই লক্ষ্যেই ‘মনের কথা’ অনুষ্ঠানটি করা। আশা করি, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

 



 

Show all comments
  • akirul islam joy ২৫ ডিসেম্বর, ২০১৭, ৮:০৪ এএম says : 0
    eta khub valo dik je sadaron manusher khub upokar hobe ei protiben golo dekhle .
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ