Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হলো বেলাল খান ফিচারিং উপমার অ্যালবাম উপমা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গত ২৩ ডিসেম্বর শুভ নববর্ষকে সামনে রেখে লেজার ভিশনের আয়োজনে বেলাল খান ফিচারিং প্রতিশ্রæতিশীল কন্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা’র প্রথম একক অ্যালবাম ‘উপমা”’(তোমার অভাব)-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিষ জানাতে উপস্থিত ছিলেন প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, উপস্থাপক আনজাম মাসুদ ও কন্ঠশিল্পী উপমাসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, কন্ঠশিল্পী বেলাল খান, সঙ্গীত পরিচালক জে.কে মজলিশ, এম এ রহমান, গীতিকবি রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, সঙ্গীত পরিচালক জুয়েল মোর্শেদ , মডেল অন্তু করিম, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানের শুরুতে উপমা’র ‘আমি চাই যারে’ গানটির মিউজিক ভিডিওটি প্রদর্শন করা হয় এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আর জে নিরব। উল্লেখ্য, অ্যালবামটি কন্ঠশিল্পী উপমা’র প্রথম একক অডিও অ্যালবাম। অ্যালবামটিতে মোট চারটি গান রয়েছে। গীতিকবি রবিউল ইসলাম জীবন ও সোমেশ্বর অলির কথায়, বেলাল খানের সুরে অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন জে. কে মজলিশ ও এম এ রহমান। অ্যালবামটির গানগুলো হলো আমি চাই যারে, তোমার অভাব ও উঠোন বাকা। একটি গানে শিল্পীর সাথে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী বেলাল খান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ