Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্যটন মৌসুমে নতুন সাজে কাপ্তাই

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে কবির হোসেন : পাহাড় নদী, লেক আর অপূর্ব সৌন্দার্য পাখ-পাখালী হাত ছানি দিয়ে ডাকছে আয় আয়। সৌন্দার্যের লীলা ভুমি কাপ্তাইয়ের রুপের রাণী পর্যটকদের তাঁর সবুজ ছায়ায় সোভা নেওয়ার জন্য বিভিন্ন সাজে রঙে এবং ঢংগে প্রস্তত রয়েছে। চলতি ডিসে¤¦র মাসে সকল,স্কুল কলেজ,মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ। এ ফাঁকে একটু বেড়ানোর পালা। তাই শহর থেকে একটু দূরে। সকলের মতামত প্রাকৃতিক সৌন্দার্য,পাহাড়,নদী,লেক আর পাখ-পাখালীর নিকট ছুটে যেতে কাপ্তাই পর্যটন কেন্দ্র গুলোর বাছাই করে ইতি মধ্যে বহু পর্যটক কাপ্তাই কেন্দ্রগুলো আগাম বুকিং দিয়ে রেখেছে। ইতি মধ্যে কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্রগুলো বিভিন্ন সাজে সজ্জিত করে রাখা হয়েছে।
শুক্রবার এলেই শহর থেকে কাপ্তাই পাহাড় আর নীর কোলে পর্যটকদের ভিড় দেখা যায়। এবার পর্যটকদের জন্য নতুন কিছু রাখা হয়েছে বলে অনেক পর্যটন কেন্দ্র পরিচালক উল্লেক করেন। কাপ্তাইয়ে ঝুম রেস্তোরা,বনশ্রী পর্যটন কমপ্লেক্স, পাহাড়ীকা,ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্ট, রিভার ভিউ, নৌ বাহিনী পর্যটন কেন্দ্র, বন বিভাগের প্রশান্তি, সহ বিভিন্ন পর্যটন কেন্ত্র নানা সাজে সাজ্জিত করে রাখা হয়েছে। পাহাড়ের নিকট কাছে না আসলে কাপ্তাইয়ের এ সৌন্দায সকলকেই মিস করতে হবে বলে কাপ্তাই থেকে ফিরে যাওয়া অনেকই পর্যটক এ মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ