Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একাডেমিক ফল প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক একাডেমিক ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার) রাজধানীর মহাখালীস্থ নিউ ডিওএইচএস-এ বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর লজিস্টিকস্ এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়র হাসান, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, পিএইচডি এবং বিশেষ অতিথি ছিলেন তাঁর সহধর্মিনী ফারজানা হাসান। অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতে কোরআন তেলাওয়াত ও তর্জমা করে বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী। পরে স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জায়েদুর রহমান, এনডিসি, পিএসসি স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাত্রদের অংশগ্রহণে প্রাতিষ্ঠানিক ও বিষয় ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা যেমন- ইংরেজি ও বাংলা কবিতা আবৃত্তি, নাচ, গান, অভিনয়, কিরাত ইত্যাদি বিষয়ের সেরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি ছাত্রদের পড়াশুনার পাশাপাশি চারিত্রিক গুণাবলী অর্জন ও দেশ প্রেমিকের মত গুরুত্বপূর্ণ কাজে দৃষ্টি দেয়ার জন্য অনুপ্রাণিত করেন। তিনি প্রতিষ্ঠানের ফলাফল ও সহপাঠ কার্যক্রমে ছাত্রদের সফলতার প্রশংসা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান, কবিতা, আবৃত্তি, নাচ ও ফ্যাশন-শো পরিবেশন করে স্কুলের ছাত্র-ছাত্রীরা। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ