Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচনে জাতীয় পার্টি গণবিপ্লব ঘটাবে -রুহুল আমিন হাওলাদার

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমীন হাওলাদার এমপি বলেছেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি তিনশ’ আসনে মনোনয়ন দিয়ে গণবিপ্লব ঘটাবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য জাতীয় পার্টি’র কোনো বিকল্প নেই। য়ড়যন্ত্র ও মিথ্যা মামলা দিয়ে সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদকে স্তব্ধ করা যাবে না। এ বি এম রুহুল আমীন হাওলাদার এমপি বলেন, ইসলাম ধর্ম, রাষ্ট্রের ও মুসলিম উম্মাহ’র জন্য সাবেক প্রেসিডেন্ট এরশাদ যে ত্যাগ শিকার করেছেন তা’ কেউ করতে পারেনি। গতকাল শনিবার দুপুরে নগরীর তোপখানা রোডস্থ বি এম এ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ওলামা পার্টি ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমীন হাওলাদার এমপি একথা বলেন। জাতীয় ওলামা পার্টি ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান সিদ্দিকী’র সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জাতীয় পার্টির নে তা এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় ওলামা পার্টি’র সভাপতি প্রখ্যাত ক্বারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী ও মহাসচিব মাওলানা এস এম আল জুবায়ের। এতে আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলাম সেন্টু ও পুরোনো ঢাকা বিশিষ্ট ব্যবসায়ী সাইফুদ্দিন আহমেদ মিলন। সম্মেলনে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাহমুদুল হাসান বিন মুদ্দাসির।
এ বি এম রুহুল আমীন হাওলাদার এমপি বলেন, দীর্ঘ ২৬ বছর সাবেক প্রেসিডেন্ট এরশাদকে হত্যাসহ অনেক ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহপাক তাঁকে বাঁচিয়ে রেখেছেন। সুশাসন প্রতিষ্ঠা ও আধুনিক রাষ্ট্র উপহার দিতে নয় বছরের সফল রাষ্ট্রনায়ক এইচ এম এরশাদ এর বিকল্প নেই। তাঁর অসমাপ্ত কাজ তাঁকে ছাড়া কেউ করতে পারবে না। তিনি বলেন, জনগণ উপলব্দি করতে পেরেছেন দেশে যে অত্যাচার, জুলুম ও নির্যাতন চলছে এর থেকে মুক্তি পেতে হলে এরশাদকেই ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক উবায়দুর রহমান খান নদভী রাজনীতে এখন ভানুমতির খেলা শুরু হয়েছে। এতে আলেমসমাজ যেনো কারো খেলার খুটি না হতে পারে, খুব খেয়াল রাখতে হবে। মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেন, রাজনীতিকদের কৌশল বোঝা এখন কারো পক্ষেই সম্ভব হচ্ছে না। দেশ কারা চালায়, দেশ কোন পথে চলেছে, জাতির পরিণাম কী হবে তা বোঝা কঠিন। এর পরও বলি, আল্লাহর মাইর দুনিয়ার বাইর। তিনি বলেন, জাতীয় পার্টিকে তার অতীত বিশ্লেষন করে ভবিষ্যত পরিকল্পনা নিতে হবে। অন্যদের লেজুড়বৃত্তি ছেড়ে একনিষ্ঠভাবে ইসলাম ও মুসলমানদের পক্ষ নিতে হবে। সভাপতি’র বক্তব্যে মাওলানা খলিলুর রহমান সিদ্দিকী এরশাদ আমলের নয় বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরাশাদকে আগমী নির্বাচনে আবার ক্ষমতায় এনে দেশ থেকে সন্ত্রাস-নৈরাজ্য দূর করে দেশবাসীর মুখে হাঁসি ফুটাতে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ