বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান বলেছেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ১০ টাকা দরে চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসে ৬৫ টাকায় চাল কিনতে বাধ্য করছে। পিঁয়াজের কেজি এখন ১৪০ টাকা। জ্বালানী গ্যাস ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করা হচ্ছে। অবৈধ সিন্ডিকেট আর দুর্নীতির সয়লাব চলছে সর্বত্র। ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা গায়েব করে ফেলা হচ্ছে। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। চাল, পিঁয়াজ, বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে গতকাল শনিবার খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, শ্রমিক নেতা হাজী নূর নূর হোসেন, আমীর আলী হাওলাদার, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, মো: আবুল হোসাইন, অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ফয়জুল ইসলাম, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, আলহাজ্ব হারুনূর রশীদ, ছাত্র নেতা রমজান আলী, আবদুল গাফফার প্রমুখ। সভাপতির বক্তব্যে শেখ গোলাম আসগর বলেন, দেশে সব জিনিসের দাম বাড়লেও মানুষের জান মাল ইজ্জতের দাম কমে গেছে। দেশে শত শত মানুষ গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা আর ধর্ষণের শিকার। এ অসহনীয় পরিস্থিতির উত্তরণে দেশে আইনের শাসন এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।