Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কেন রাকসু চাই’ বিষয়ক মতবিনিময় সভা আজ

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘কেন রাকসু চাই’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন। গতকাল শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি কিংশুক কিঞ্জল।
লিখিত বক্তব্যে আরো জানাানো হয়, এদিন বেলা ১২টায় বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবি ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে কেন রাকসু চাই’ শীর্ষক মতবিনিময় সভা হবে । সভায় উপস্থিত থাকবেন রাকসুর সাবেক ভিপি রাগিব হোসেন মুন্না ও ১৯৯০-৯১ সালের সিনেট প্রতিনিধি বাবুল খান। রাত ৮টায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের বধ্যভ‚মিতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্ত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল ও রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ