বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাজীগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জে চোরাইকৃত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের মো. জাকির হোসেন (৪০), একই ইউনিয়নের রাধাসার গ্রামের মো. সুজন (২৩) ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মো. সোহাগ (২৮)। জানা গেছে, গত ৩০ নভেম্বর রাতে উপজেলার বেতিয়াপাড়া পূর্ব মজুমদার বাড়ির প্রবাসী মনির আহম্মেদের বসতঘর চুরি হয়। চোরেরা ৬৬ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, কয়েকটি কম্বল, পোশাক ও কসমেটিকসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় গত ২ ডিসেম্বর মনিরের স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করেন। মামার পর চুরির সাথে জড়িত সন্দেহে বাদীর প্রতিবেশী বেতীয়াপাড়া গ্রামের আবুল বাসারের ছেলে জামাল আহমেদকে মামলার পরদিন আটক করেন। জামালের তথ্য অনুযায়ী শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জাকির, সুজন ও সোহাগকে গ্রেপ্তার করেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরের ৩য় স্ত্রীর ভাড়া বাসায় এবং ২য় স্ত্রীর বাবার বাড়িতে শুক্রবার দিনভর অভিযান চালিয়ে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। থানা ওসি মো. জাবেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।