Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরের সমাবেশে রাশেদ খান মেনন বিএনপি সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের প্রশ্রয়দাতা

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : বিএনপি সাম্প্রদায়িক ও জঙ্গীবাদের দোসরদের প্রশ্রয় ও আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধের উপর আঘাত হেনেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ অটুট রাখার স্বার্থে দেশবাসীকে স্বাধীনতার স্বপক্ষের শক্তির হাতকে শক্তিশালী করতে হবে। জামায়াতকে বাংলার মাটি থেকে নির্মুল না করলে লাখো শহীদের আত্মা শান্তি পাবে না। গতকাল শনিবার বিকেলে স্থানীয় ইন্সটিটিউট প্রাঙ্গণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা শাখার সমাবেশে পার্টির সভাপতি ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি একথা বলেন। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় নেতা ইয়াছিন আলী এমপি, আমিনুল ইসলাম গোলাপ, সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, নজরুল ইসলাম হাক্কানি, রবিউল আউয়াল খোকা, বিমল কুমার আগরওয়ালা, হবিবর রহমান, যুব মৈত্রির মোসাদ্দেকুল ইসলাম মুকুল, ছাত্র মৈত্রির মোজাহিদ সরকার এবং নারী নেত্রী শামিমা আখতার শিখা।
তিনি গ্রাম শহরের দিন মজুর, ক্ষেত মজুর ও অসহায় মানুষের জন্য পুর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, চাল, ডাল পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমাতে পঞ্চগড় থেকে সরাসরি ঢাকার সাথে আন্তঃনগর ট্রেন চালু, আদিবাসীদের উপর জুলুম নির্যাতন ও জমি দখল বন্ধ এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান। জেলার বিভিন্ন উপজেলা থেকে মাথায় লাল কাপড় বেধে ও হাতে লাল পতাকা নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ