বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী তার কর্মের মাঝে বেঁচে থাকবেন। তিনি শুধু একজন সম্পাদকই ছিলেন না, ছিলেন নানা গুণের অধিকারী অনন্য একজন ব্যক্তি। বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় পাশ করেও তিনি সংবাদপত্র ও সংবাদপত্র শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার যোগ্য নেতৃত্বে তিনি দৈনিক পূর্বকোণকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। গতকাল (শনিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। শোকসভায় তসলিমউদ্দিন চৌধুরীর ছোটভাই ও দৈনিক পূর্বকোণের নির্বাহী সম্পাদক ডা. ম. রমিজ উদ্দীন চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তির প্রতি তার অনেক বেশি ঝোঁক ছিল। তিনি বেঁচে থাকলে চট্টগ্রাম তথা দেশকে অনেক কিছু দিতে পারতেন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার বলেন, সংবাদপত্রকে বাণিজ্যিকভাবে লাভবান করার চিন্তা কখনোই তার মাঝে ছিল না। তিনি তার গুণ দিয়ে সংবাদপত্রের সকলস্তরের মানুষের মন জয় করে নিয়েছিলেন। শোকসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাবেক সভাপতি এম নাসিরুল হক, দৈনিক প্রথম আলোর উপ-বার্তা সম্পাদক ওমর কায়সার, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, তসলিমউদ্দিন চৌধুরীর মেয়ে তানিতা চৌধুরী। শোকসভায় তসলিমউদ্দিন চৌধুরীর পুত্র তৌকির চৌধুরী এবং জামাতা শাহেদ চৌধুরীসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন। শুরুতে তসলিমউদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ক্লাবের স্থায়ী সদস্য জালাল উদ্দিন আহমদ চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।