Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোমারে ৬ মাস ধরে গৃহবধূ সম্পা নিখোঁজ! মা ফজিলার আকুতি

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ডোমার (নীলফামারী )উপজেলা সংবাদদাতা : নীলফামারী ডোমারে কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে গৃহবধু সম্পা বেগম (১৯) ৬ মাস যাবত নিখোঁজ। সন্তানের খোঁজে মা ফজিলা দিশেহারা। বিভিন্ন মহলের কাছে দিয়ে কোন প্রতিকার না পাওয়ায় এলাকার কতিপয় কুচক্রি মহলের ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গনির স্কুল (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত গুলজার রহমানের কন্যা সম্পা বেগমের সাথে প্রতিবেশী মৃত মজনু মিয়ার ছেলে শাহিন (২২) এর সহিত গত ১ বছর পূর্বে বিয়ে হয়। সংসার চলাকালীন অবস্থায় প্রতিবেশী মোর্শেদা, রমজানুল, তাহেরুলসহ অন্যান্য ব্যক্তিরা সম্পাকে কুপরামর্শ দিয়ে ২/৩ বার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখে। সম্পার মা ফজিলা বেগম তাদের ভীষণ চাপসৃষ্টি করলে সর্বশেষ মোর্শেদার বাবার বাড়ী গাইবান্ধা থেকে সম্পাকে উদ্ধার করে তার মা ফজিলা। সম্পার স্বামী শাহিন ঢাকায় চাকুরীর সুবাদে সম্পার শশুর বাড়ীর লোকদের যোগসাজেসে গত ১০/০৬/২০১৭ তারিখে সম্পা আবারো নিখোঁজ হয়। দীর্ঘদিন পরেও তার কোন সন্ধান না পাওয়ায় সন্তানের খোঁজে মা ফজিলা বেগম দিশেহারা হয়ে ঘুড়ছে ইউপি চেয়ারম্যানের কাছে আবার কখনো থানা প্রশাসনের কাছে। এ বিষয়ে ফজিলা বেগম বাদী হয়ে জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে এলাকার তাহেরুলের স্ত্রী মোর্শেদা, নছির উদ্দিনের ছেলে রমজানুল, মৃত ফজলারে ছেলে তাহেরুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। গ্রাম আদালতের বিচারক আসামীদের বারবার নোটিশ দ্বারা তলব করলে, তারা উপস্থিত না হওয়ায় শেষে বিচারক নীলফামারী আদালতে মামলা করার পরামর্শ দেন। ফজিলা বেগম বলেন, এর আগেও আমার মেয়েকে তারা ৩জন লুকিয়ে রেখেছে এবারও তারাই আমার মেয়েকে কোথায় বিক্রি বা মেরে গুম করেছে বলে তিনি ধারনা করেন। এ বিষয়ে ডোমার থানা জিডি নং-১০২২, তারিখ-২৩/০৮/১৭ দায়ের করেন।মেয়েটির সন্ধান পেলে- ০১৭৯৯-৮৭০-৪১৩ নম্বরে জানাতে অনুরোধ করছেন সম্পার মা ফজিলা বেগম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ