বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : এরশাদ সরকারের পতন আন্দোলনে ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর রাকসুর তৎকালীন ভিপি ও বিএনপির বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর গুলি চালিয়ে তাকে হত্যা চেষ্টার ৩৩তম বর্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর শাখার আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ম আহবায়ক নুসরাত এলাহী রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির এক নম্বর যুগ্ম সম্পাদক মামুন অর রশিদ মামুন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা শেখ শরিফ উদ্দিন, লিটন আলী, আবু সাঈদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাহরিয়ার আমিন বিপুল, মিতু, ইকবাল প্রমুখ। ুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশে আজ গণতন্ত্র ও আইনের শাসন বলতে কিছু নেই। তারা বলেন, কোন বিষয় নিয়ে প্রতিবাদ জানানো মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মানুষের সে অধিকার কেড়ে নিয়েছে। এজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এতে সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল নেতা নুসরাত এলাহী রিজভী বলেন, ১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি রুহুল কবির রিজভী। ওই সময়ে তিনি মেরুদÐ ও পাকস্থলীতে আঘাত পান। রুহুল কবির রিজভী বর্তমানে গণমানুষের নেতা। ভয়ভীতি দেখিয়ে এবং গ্রেফতার-নির্যাতন চালিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না। মানুষের ভালোবাসায় তিনি সবার হৃদয়ে থাকবেন। অনুষ্ঠানে রুহুল কবির রিজভীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।