Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বছরে তানভীর শাহীনের নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন প্রাবাসী সঙ্গীতশিল্পী তানভীর শাহীন সম্প্রতি দেশে এসে নতুন অ্যালবামের কাজ শুাং করেছেন। সেলিব্রেটি সাউন্ডল্যাব-এর ব্যানারে প্রাকাশিত হতে যাওয়া অ্যালবামটিতে মোট ১০টি গান রয়েছে। ‘কিষাণমাঝি’ বা ‘ময়ূরপক্সক্ষী’ এই দুটি থেকে একটি নাম হয়তো অ্যালবামের শিরোনাম থাকবে। তবে এখনো চ‚ড়ান্ত হয়নি। দেশে আসার কয়েকদিনের মধ্যে অ্যালবামটির রেকর্ডিংয়ের জন্য কলকাতায় যান তানভীর শাহীন। সেখানে গানগুলোর রেকর্ডিং-এর কাজ শেষ করে দেশে ফিরেন। কলকাতার দূর্বাদল চট্টোপাধ্যায় অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন। এখানে আলাউদ্দিন আলীর সুরে ৩টি ও মাহমুদ জুয়েলের সুরে ২টি গান থাকবে। এছাড়াও রয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ২টি গান। অ্যালবামে ২টি ডুয়েট গান রয়েছে। অণিমা রায়ের সঙ্গে একটি রীবন্দ্রসঙ্গীত ও কলকাতার অদ্বিতির সাথে একটি গান থাকছে। তানভীর শাহীন বলেন, ‘দেশে মূলত গানের উদ্দেশে আসা হয়। এবারো একটি অ্যালবাম করছি। যদিও এখন কেউ অ্যালবাম কিনে গান শোনেন না। তাই গানগুলো ডিজিটাল পদ্বতিতে পাবেন সবাই। শ্রোতাদের ভালো লাগবে আশা করি।’ অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও করবেন বলে জানান তানভীর শাহীন। জানুয়ারি মাসের শেষের দিকে তিনি আমেরিকায় পাড়ি দিবেন। এর আগে অ্যালবাম ও মিউজিক ভিডিওর কাজ শেষ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ