Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটিউবে অনিমেষ চৌধুরী আবিরের ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

একের পর এক নৃশংস খুন হচ্ছে রাজধানীতে। হত্যার ধরনটাও পৈশাচিক। আর এর শিকার হচ্ছে নগরীর ভাসমান যৌনকর্মীরা। কোনো ক্লু খুঁজে পাচ্ছে না পুলিশ প্রশাসন। তবে আবু হোসেন নামে শিক্ষানবীশ এক সাংবাদিক পণ করেছে এই রহস্যের কিনারা করবে। এমন এক থ্রিলার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ আততায়ী। সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রের মুভি থিয়েটার হলে অনুষ্ঠিত হয় অনিমেষ চৌধুরী আবির-এর পরিচালনায় এবি প্রডাকশনস-এর ‘আততায়ী’-এর প্রিমিয়ার শো। টেলিভিশন ব্যক্তিত্ব ও নাট্যজন ম. হামিদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি নবীন অভিনেতাদের কাজের প্রশংসা করে বলেন, ‘প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতায় তাদের কাছ থেকে আরো ভালো কাজ পাওয়া যাবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, নাট্যব্যক্তিত্ব ফালগুনী হামিদসহ টেলিভিশন ও মঞ্চের বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা। সিরিজটি ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ