Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

শিল্পীদের বাজার সুবিধা চালু করল অভিনয় শিল্পী সংঘ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অভিনয় শিল্পী সংঘ শিল্পীদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে অস্বচ্ছল তাদের জন্য ‘বাজার সুবিধা’র ব্যবস্থার প্রচলন করেছে। অভিনয় শিল্পী সংঘ এবং সুপার শপ ‘স্বপ্ন’র যৌথ উদ্যোগে এ প্রকল্প চালু করা হয়েছে। সংঘটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘প্রতিমাসে স্বপ্ন’র সার্বিক সহযোগিতায় বিশজন শিল্পী বাজার সুবিধা পেয়ে থাকবে। তবে কারা এই বাজার সুবিধা পাবেন তা প্রকাশ করা হবেনা। শুধু অভিনয় শিল্পী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্বপ্ন’র উর্ধ্বতন কর্মকর্তারাই নামগুলো জানবেন। শিল্পীদের সম্মান রাখতেই আমরা নামগুলো প্রকাশ করছিনা। এটা সত্য যে প্রত্যেক পেশাতেই অবসর ভাতার একটি বিষয় থাকে। কিন্তু শিল্পীদের ক্ষেত্রে তা দেখা যায়না। এই বিষয়টি বিবেচনা করেই আমরা শিল্পীদের বাজার সুবিধা’র বিষয়টি স্বপ্নর সহযোগিতা চালু করেছি। আমরা স্বপ্ন কর্তৃপক্ষ’র কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ আহসান হাবিব নাসিম জানান, এরই মধ্যে ১২জন শিল্পীর তালিকা চূড়ান্ত হয়েছে। আরো আটজন কারা এই বাজার সুবিধা পাবেন তা শিগগিরই যাচাই বাছাইয়ের মধ্যে চূড়ান্ত করা হবে। ‘শিল্পীর পাশে স্বপ্ন’ এই লক্ষ্যে সম্প্রতি ‘এসিআই’ সেন্টারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘শিল্পীর পাশে স্বপ্ন’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই সময় স্বপ্ন’র পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এবং ‘অভিনয় শিল্পী সংঘ’র পক্ষ থেকে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ