Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িচং মোকামে যুবলীগের সম্মেলন ও কমিটি গঠন

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : জনগনের রায় নিয়ে আওয়ামীলীগ সরকার আবার সরকার গঠন করবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অদূর ভবিষ্যতে দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে বার বার দরকার বলে আখ্যায়িত করেন সাবেক আইন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড. আবদুল মতিন খসরু এমপি। তিনি গত শুক্রবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন যুবলীগের ক্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক পি.পি ও বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল হাশেম খান, বুড়িচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক সেলিম রেজা সৌরভ, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ: ওহাব মাস্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা: আবু মুছা ভুইয়া, মোকাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু ছায়ীদ ভুইয়া, সেক্রেটারী অরুন কুমার পাল, মোকাম ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক মুন্সী। অনুষ্ঠান উদ্বোধন করেন, বুড়িচং উপজেলা যুবলীগের সভাপতি জিএমএন জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এডভোকেট রেজাউল করিম খোকন। বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মিজানুর রহমান। মোকাম ইউনিয়ন যুবলীগ আহবায়ক কমিটির সভাপতি মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন মেম্বার। এসময় আওয়ামীলীগ নেতা এডভোকেট নুরুল ইসলাম, মো. মুজিবুর রহমান, ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মো. জামাল উদ্দীন, হোসেন, মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আ: কাদের জিলানী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহেল, প্রচার সম্পাদক আমির হোসেনসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে সর্ব সম্মতিক্রমে মো. মাসুদুরর রহমানকে সভাপতি ও মো. মোবারক হোসেন মেম্বারকে সাধারন সম্পাদক নির্বাচিত করে মোকাম ইউনিয়নের একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় । কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি মো. আমির হোসেন, মো. মোজাম্মেল হক, মো. ফারুক, মো. রবিউল হাসান, শাহআলম, আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন পিন্টু প্রমুুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ