Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুর কারিগরি কলেজে সুবর্ণজয়ন্তী উৎসব শুরু

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : প্রিয় অঙ্গনে প্রাণের টানে শ্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের দুই দিনব্যাপী ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদ্যাপন উৎসব। গতকাল শনিবার সকালে কলেজের চিরচেনা সবুজ চত্বরে শান্তির প্রতীক কবুতর ও ফেস্টুন উড়িয়ে সুবর্ণজয়ন্তী উদ্যাপন উৎসবের উদ্বোধন করা হয়। সৈয়দপুরের কৃতী সন্তান ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন করেন।
এর পর পরই শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয় শোভাযাত্রাটি। ঘোড়ার গাড়ী, বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রাটিতে আমন্ত্রিত অতিথি, সুধীজনসহ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। শোভাযাত্রা শেষে বিশাল মঞ্চে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধণী আলোচনা সভার। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য দেন সৈয়দপুরের কৃতী সন্তান ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ