Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির প্রতিবাদ ও আল-কুদস উদ্ধারের আহ্বান

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স¤প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদীরাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসাবে ফিলিস্তিনের রাজধানী জেরুসালেমকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তের প্রতি চরম ধিক্কার ও ক্ষোভ এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আহলেহাদীস জামা’আত ও বাংলাদেশ আহলেহাদীস ছাত্রসমাজ। 

জেরুজালেম মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের রাজধানী। জেরুজালেমে রয়েছে মাসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস, যে মসজিদ কাবা নির্মাণের মাত্র ৪০ বছর পরেই তৈরি করা হয়েছিলো। পরে সুলাইমান (আ.) জিনদের দিয়ে পুনঃনির্মাণ করেছিলেন। বায়তুল মুকাদ্দাস মসজিদের কথা কুরআনেও উল্লেখ রয়েছে। (সূরা বানী ইসরাঈল, ১৭: ০১) এ মসজিদ মুসলমানদের প্রথম কিবলা। এ মসজিদের দিকে ফিরেই মুসলিমরা মদিনায় ১৬/১৭ মাস সলাত আদায় করেছেন। এ মসজিদ থেকেই শেষ নবী মুহাম্মাদ (সা.) মি‘রাজে রওয়ানা দিয়েছিলেন। মক্কার মাসজিদে হারাম, মদিনার মাসজিদে নববীর পর সম্মান ও মর্যাদার দিক থেকে তৃতীয় মসজিদ যার উদ্দেশ্যে বাড়তি সওয়াবের আশায় সফর করা জায়েয। এ মাসজিদে সলাত আদায় করলে তা মক্কা-মদিনার দুই মাসজিদ ছাড়া অন্য যে কোন মাসজিদের তুলনায় ৫০০ গুণ ছাওয়াব বেশি হয়। মুসলমানদের এই শহর ও মসজিদকে আজ ইসরাইল-আমেরিকা দখল করে নিচ্ছে। অথচ মুসলিম বিশ্ব তেমন কিছুই করতে পারছে না। বাংলাদেশের সংবিধানের ২৫ নং ধারা মোতাবেক বাংলাদেশ নিপীড়িত ও অধিকারবঞ্চিত ফিলিস্তিনী মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ওআইসি‘র বিশেষ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ ফিলিস্তিনী জনগণের পক্ষে জোড়ালো বক্তব্য রেখেছেন এবং ফিলিস্তিনের স্বাধীনতা ও স্বীকৃতির পক্ষাবলম্বন করেছেন।
দীর্ঘদিন এই শহরটিতে মুসলমানরা বসবাস করে আসলেও ১৯১৭ সালের ২ নভেম্বরের বেলফোর ঘোষণা দেয়া এবং ১৯৪৮ সালের ১৪ মে ব্রিটিশদের নেতৃত্বে ফিলিস্তিনী ভূখÐে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া নামে কুখ্যাত ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে মুসলিমদের সাথে ইহুদীদের সংঘাত চলে আসছে। হাজার বছরের ফিলিস্তিনী মুসলিম আদিবাসীরাই আজ নিজভূমে পরবাসী। তারা নিপীড়িত, নির্যাতিত, আহত-নিহত ও বাস্তুচ্যূত। দীর্ঘদিন যাবৎ এই সংঘাত চলছে। আরব রাষ্ট্রগুলো একাধিকবার ফিলিস্তিনীদের অধিকার প্রতিষ্ঠায় যুদ্ধ করলেও ইসরাইলের সাথে পেরে ওঠেনি। এদিকে আমেরিকার সমর্থনে ও সহযোগিতায় প্রায় পুরো ফিলিস্তিন জবরদখল করে বৃহত্তর ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে। স¤প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে নিয়ে আসার আনুষ্ঠানিক বিলে স্বাক্ষর করে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছে। অথচ জেরুজালেম মূলত ফিলিস্তিনের রাজধানী। তিনটি ধর্মের কাছে জেরুজালেম পবিত্রস্থান হলেও নিয়ন্ত্রণাধিকার মূলত ফিলিস্তিনী মুসলমানদের। কারণ তারা এখানের আদি বাসিন্দা। তাই জেরুজালেমসহ সমগ্র মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনতে হলে জেরুজালেমকে ফিলিস্তিনীদের কাছে ফিরিয়ে দিতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেয়ার দাবি জানানো হয় ।
ওআইসি‘র সদস্যরাষ্ট্রসমূহ বিশেষ করে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিসরসহ শক্তিশালী মুসলিম দেশগুলোর নেতৃত্বে মুসলিমদের প্রাণের স্পন্দন আল-কুদসকে জায়োনবাদী ইসরাইলের দখলদারি থেকে মুক্ত করার কার্যকর উদ্যোগ নিতে হবে।
শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আহলেহাদীস জামা‘আত ও বাংলাদেশ আহলেহাদীস ছাত্রসমাজ আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধন থেকে বক্তাগণ এসব কথা বলেন। বাংলাদেশ আহলেহাদীস জামা‘আত-এর সহকারি সেক্রেটারি জেনারেল ও ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফিয মুহাম্মাদ আব্দুস সামাদ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আহলেহাদীস তাবলীগে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখ মুহাম্মাদ শামসুদ্দীন সিলেটী, বাংলাদেশ আহলেহাদীস জামা‘আত-এর নায়েবে আমীর ড. মুহাম্মাদ মুসলেহ উদ্দিন, সেক্রেটারী জেনারেল শাইখ এস এম আব্দুল লতীফ, শাইখ শামসুর রহমান আজাদী, শাইখ নুরুল আলম, বাংলাদেশ আহলেহাদীস ছাত্রসমাজ-এর সভাপতি শাহাদাৎ হুসাইন খান ফয়সাল, সাধারণ সম্পাদক তৌহিদ বিন তোফাজ্জল হকসহ দেশবরেণ্য আলিম ও চিন্তাবিদগণ। - বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ