Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনসুন শুটআউট

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আদি (বিজয় ভার্মা) পুলিশ বাহিনীতে সবে যোগ দিয়েছে। একজন পুলিশ সদস্যকে বারবারই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যখন সে দ্বিধায় পড়ে যায় আইনকে বড় করে দেখবে না নিজের সিদ্ধান্তকে সে কাজে লাগাবে। আদিকে তার ক্যারিয়ারের শুরুতেই এমন এক অগ্নিপরীক্ষায় পড়তে হয়। প্রথম দিনেই তার সিনিয়র কর্মকর্তা খান (নীরাজ কাবি) তাকে একটি কেস সমাধান করার বাস্তব পরীক্ষায় ফেলে দেয়। শহরের ইমারত নির্মাতাদের কাছে চাঁদা তোলার নির্দেশ আসে বস্তির এক ডন ডাগার ভাইয়ের (আর. বালা সুব্রানামিয়াম) কাছ থেকে। হুমকি দেয়া হয় শিবাকে (নওয়াজউদ্দিন সিদ্দিকি) দিয়ে। শিবা এক ভয়ানক খুনি, কুড়াল দিয়ে সে ঠাÐা মাথায় মানুষ খুন করে। এক ইনফর্মার পুলিশকে শিবার অবস্থান জানিয়ে দেয়। এক বর্ষণমুখর সন্ধ্যায় শিবার মুখোমুখি হয়ে যায় আদি। এখন সে কী করবে? সরাসরি গুলি করবে, নাকি করবে না, নাকি তৃতীয় কোনও সিদ্ধান্ত নেবে?
বলিউড শীর্ষ পাঁচ
১ ফুকরে রিটার্নস
২ ফিরাঙ্গি
৩ তেরে ইন্তেজার
৪ তুমহারি সুলু
৫ মনসুন শুটআউট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ