রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়াস্থ কাদেরিয়া খানকা শরীফ সংলগ্ন খানেকা মসজিদটি অবস্থিত। প্রায় ১৫০ বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে জনশ্রæতি রয়েছে। সে সময়ে হায়দার শাহ ঐ মসজিদ দেখাশোনা করতেন। কালের সাক্ষী হয়ে আজো মাথা উঁচু করে দাড়িয়ে আছে মসজিদটি। সেই সময়ে হায়দার শাহ জঙ্গল পরিষ্কার করে একচালা ঘর তৈরী করে সেখানে নিয়মিত নামাজ আদায় করতেন। ক্রমশ মসজিদটির কথা লোকে-মুখে ছড়িয়ে পড়ে। মসজিদটি ব্যপক প্রচার-প্রসার হওয়ার পর ১৯৬১ সালে সৈয়দ শাহ রহমান আলী আল কাদেরি সেখানে কাদেরিয়া খানেকা শরীফ প্রতিষ্ঠা করেন।
বর্তমান ১০ টি পিলারের উপর দাড়িয়ে আছে মসজিদটি। বিভিন্ন স্থান থেকে আগত মহিলাদের জন্য এবাদত খানা ও একটি বিশ্রামাগার রয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে। কমিটির সেক্রেটারী মোস্তাক আহমদ বলেন- প্রায় ১৫০ বছর আগে স্থানটিতে গভীর জঙ্গল ছিল। সেখানে প্রতিনিয়ত বাঘ-ভাল্লুকের আনাগোনা ছিল। হায়দার শাহ জঙ্গল পরিষ্কার করে মসজিদ নির্মাণ করেন। মসজিদের ঈমাম হাফেজ মৌলানা শহিদুল ইসলাম জানান- তিনি বিগত ২০ বছর ধরে মসজিদে কর্মরত আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।