Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার পরিবর্তন এবি ব্যাংকে

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চেয়ারম্যানসহ তিন পরিচালকের পদত্যাগ : নতুন চেয়ারম্যান এম আওয়াল : ১২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন
চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পরিষদের তিন সদস্য পদত্যাগের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন এম এ আওয়াল। ভাইস চেয়ারম্যান হয়েছেন ফিরোজ আহমেদ। দুজনেই ব্যাংকটির পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। একই সঙ্গে ব্যাংকে তিনজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন-শিরিন শেখ, সাজির আহমেদ ও মোশতাক আহমেদ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর লো মেরিডিয়ানে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও ফাহিমুল হকের পদত্যাগপত্র অনুমোদিত হয়। এর পর নতুন তিন পরিচালক নির্বাচন করা হয়। পরে পরিচালনা পরিষদের সভায় নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ বোর্ড (পরিষদ) পুনর্গঠন করা হয়।
লা মেরিডিয়ানে এজিএম অনুষ্ঠানে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার ছেলে ফয়সাল মোরশেদ খানসহ উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারা উপস্থিত ছিলেন। মোরশেদ খান পরে সাংবাদিকদের বলেন, এজিএমের পর পরিচালনা পরিষদের বৈঠকের নতুন তিন পরিচালক ও চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। নতুন নির্বাচিত পরিচালক নাজির আহমেদ পদত্যাগকারী ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদের ছেলে। আর শিরিন শেখ ও মোশতাক আহমেদ হলেন এম মোরশেদ খানের প্রতিনিধি।
ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক ও এক্সিম ব্যাংকসহ দেশের কয়েকটি ব্যাংকিং খাতে মালিকানা বদল নিয়ে গত কিছুদিন ব্যাংক খাতের শেয়ারে অস্থিরতা রয়েছে। বিভিন্ন গ্রæপ অব কোম্পানিজের পক্ষ থেকে পুঁজিবাজার থেকে শেয়ার কিনে বিভিন্ন ব্যাংকের মালিকানায় প্রবেশ করছে বলেও খবর এসেছে।
এর মধ্যে গত মাসের ২০ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির তিন কোটি ৩৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে, যার মূল্য ৮৫ কোটি টাকারও বেশি। অন্তত দুবছরের মধ্যে এবি ব্যাংকের এত শেয়ার হাতবদল হয়নি। এর আগে গত ৩১ মার্চ সর্বোচ্চ দুই কোটি ৮১ লাখ শেয়ার হাতবদল হয়েছিল। তখন দেশি-বিদেশি যৌথ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম ব্যাংক এবি ব্যাংকের মালিকানা পরিবর্তনের গুঞ্জন তৈরি হয়।
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের ১২ দশমিক পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে কোম্পানির শেয়ারহোল্ডাররা। গতকাল কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। সভায় ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। পরে সকাল ১০টা ২০ মিনিটে একইস্থানে অনুষ্ঠিত হয় ব্যাংকের বিশেষ সাধারণ সভা। এ সভায় ব্যাংকের শেয়ারহোল্ডাররা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি সাপেক্ষে পূর্ব ঘোষিত বর্তমানে বিদ্যমান প্রতি পাঁচটি শেয়ারের বিপরীতে ৪টি রাইট শেয়ার এর পরিবর্তে প্রতি ৩টি বিদ্যমান শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার অভিহিত মূল্য ১০ টাকায় ইস্যুর করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১২ই এপ্রিল ২০১৭ এবি ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করেছে। ২০১৬ সালে ব্যাংকের নেট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২,৩১১ কোটি টাকায়। গেল বছরে ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৮৪ কোটি টাকা যা পূর্ববর্তী বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। পরিচালনা পরিষদের সহ-সভাপতি সেলিম আহমেদ ৩৫তম বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ এবং প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মসিউর রহমান চৌধুরী।



 

Show all comments
  • নাভিল ২২ ডিসেম্বর, ২০১৭, ৪:৫২ এএম says : 0
    একে একে দেশের অর্থণীতি ধ্বংসের দিকে যাচ্ছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ