Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীতে ছাদ থেকে পড়ে সাবেক সেনা কর্মকর্তার মেয়ে নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর পুরান ঢাকায় ছাদ থেকে পড়ে সাবেক এক সেনা কর্মকর্তার মেয়ে নিহত হয়েছে। নিহতের নাম তানজিয়া সালাম সেতু (২০)। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার আগা সাদেক রোডের ৯৩ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। পরে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
পরিবারের সদস্যদের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তার মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল। নিহত তানজিয়া সালাম সেতু (২০) সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সালামের মেয়ে। সেতুর বড় ভাই ক্যাপ্টেন তানভীর গত রমজান মাসে রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত হন।
সেতুর মামা ফারুক হোসেন জানান, আব্দুস সালামের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। কিন্তু তিনি পরিবার নিয়ে থাকেন ঢাকা ক্যান্টনমেন্টের পাশের মাটিকাটা এলাকায়। দুইদিন আগে আবদুস সালাম স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি পটুয়াখালী যান। এর আগে তারা সেতুকে পুরান ঢাকার মামার বাসায় রেখে যান। ফারুক বলেন, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে সেতু বাসার পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বেলা দেড়টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২
২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ