Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে বিজিবি দিবস পালিত

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী(দিনাজপুর)সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে ২২২ তম বিজিবি দিবস গত বুধবার ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল আলম এর সভাপতিত্বে ফুলবাড়ীস্থ ২৯ বিজিবির সদর দপ্তরে পালিত হয়েছে। দিবসটি পালনে ব্যাটালিয়ন সদর দপ্তরের আওতায় সকল বিওপির কোম্পানি কমান্ডার, কোম্পানির হাবিলদার, ব্যাটালিয়ন সদর দপ্তরের ২৯ বিজিবির পদস্থ সকল কর্মকর্তা-কর্মচারী এবং ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ উপজেলার সকল সরকারি, বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধিজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়। বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি পরিচালনা করেন ২৯ বিজিবি। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো.সাইফুল আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ