বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বলেছেন, আগামী প্রজন্মকে বুদ্ধিদীপ্ত, স্বাস্থ্যবান রূপে গড়ে তুলতে শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়াতে হবে। তাদের সুস্থ্যভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোন পাশর্^ প্রতিক্রিয়া না থাকার বিষয়টি উল্লেখ করে এর সুফল সম্পর্কে সকলকে সচেতন করতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উদ্যাপন উপলক্ষ্যে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন।
তিনি বলেন, রাজশাহী মহানগরী বায়ু দূষণ রোধে বিশে^র সেরা নগরী রূপে স্বীকৃতি লাভ করেছে। স্বাস্থ্য সেবায় বিগত সময়ে বার বার ১ম স্থান অর্জন করেছে। বৃক্ষরোপণ, পরিবেশ পদকসহ নানাবিধ বিষয়ে আমাদের অনেক অর্জন। এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। তিনি বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সরকার আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ সারাদেশ ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন মহানগরীর ৩৮৪টি কেন্দ্রের মাধ্যমে (স্থায়ী কেন্দ্র ৩৪৩টি এবং ভ্রাম্যমান কেন্দ্র ৪১টি) ৬-১১ মাস বয়সী প্রায় ৭ হাজার ৪শ ৩১ জন শিশুকে একটি নীল রঙের (১ লক্ষ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ৫৪ হাজার ৩শ ৩৭ জন শিশুকে একটি লাল রঙের (২ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ঐদিন ৬-১১ মাস বয়সীর সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লক্ষ আই. ইউ) এবং ঐদিন ১২-৫৯ মাস বয়সীর সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লক্ষ আই. ইউ) খাওয়ানো হবে এবং এ কাজে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।
মেয়র বলেন, কোন শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে যেন বাদ না পড়ে সে বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা এবং এ দায়িত্বে নিয়োজিত সকলকে দায়িত্বশীলতার সাথে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।
রাসিকের শিক্ষা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা রক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ও ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নূরুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৭ এর ২য় রাউন্ডের সার্বিক তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।