Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

জামেয়া আহমদিয়ার সালানা মাহফিল আজ

জামেয়া আহমদিয়ার সালানা মাহফিল আজ | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আজ নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা ময়দানে জুমার নামাজে খুতবা পেশ করবেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ। এতে আল্ল­­­ামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ, সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ নামাজ আদায় করবেন। এছাড়া আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্টের কেবিনেট নেতৃবৃন্দ-সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ ও সিলসিলার আশেকানবৃন্দ নামাজে জুমায় শরিক হবেন। এছাড়াও আল্ল­­­ামা তাহের শাহ আনজুমান ট্রাষ্ট পরিচালনাধীন জামেয়া আহমদিয়া সুন্নিয়ার সালানা জলসায় সভাপতিত্ব করবেন। এতে প্রধান অতিথি থাকবেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ। সালানা জলসায় আনজুমান ট্রাষ্টের নেতৃবৃন্দ, পীর মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, শিক্ষানুরাগী, পদস্থ সরকারী কর্মকর্তা উপস্থিত থাকবেন।
নওগাঁয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশীর মৃত্যু
নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁ জেলার পতœীতলা সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফ-এর গুলিতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পতœীতলা উপজেলা সদরে অবস্থিত ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খিজির খান গতকাল বৃহষ্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানিয়েছেন নওগাঁ জেলাধীন ধামইরহাট উপজেলার আমবাটি গ্রামের জনৈক গজিমুদ্দিনের পুত্র এরশাদ আলী (৩০) একজন মাদক ব্যবসায়ী। নিয়মিত ভারত থেকে ফেনসিডিল আনানেয়া করতো। এরই ধারাবাহিকতায় ১৯ডিসেম্ব সে সীমান্ত পেরিয়ে সে ভারত গমণ করে। ফেনসিডিল নিয়ে ১২২ বিএসএফ ব্যাটালিয়নের ভাতশালা ক্যাম্পের আওতাধীন ফতেপুর গ্রাম হয়ে বাংলাদেশে আসছিল। এ সময় দেখতে পেয়ে ভাতশালা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ করে গুলি করে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়। বিএসএফ সদস্যরা তাকে সেখানকার হাসপাতালে ভর্ত্তি করিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কয়েকদিন খোঁজাখুঁজির পর বৃহষ্পতিবার তার পরিচয় পায় বিজিবি।
তার পরিচয় নিশ্চিত হলে বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় ১৪ বিজিবি’র পক্ষ থেকে ১২২ বিএসএফ ব্যাটালিয়নের নিকট লাশ ফেরত চেয়ে চিঠি দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে ১৪ বিজিবি সূত্রে জানানো হয়েছে।
শ্রীমঙ্গলে দেবরের হাতে ভাবি খুন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাবি ছালেকা বেগম (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে ঘাতক দেবর নুর মিয়া। এ ঘটনায় নুর মিয়াকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামে এ ঘটনা ঘটে। ছালেকা বেগম আলিশারকুল গ্রামের মিম্বর মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে ভাবি ছালেকা বেগমের সাথে দেবর নুর মিয়ার কথা কাটাকাটি হলে এক পর্যায়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ছালেকা বেগমের মৃত্যু হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছে দেবর নুর মিয়াকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ