Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে মসজিদ ভেঙ্গে দোকান করার ষড়যন্ত্র ও চক্রান্তÍ বন্ধ করতে হবে -অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : মিরপুর ১- এ মেঘনা ভবন মার্কেটে রাজউক অনুমোদিত মেঘনা ভবন জামে মসজিদ ভেঙ্গে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থন্বেষী মহল দোকান করার ষড়যন্ত্র ও চক্রান্ত মেনে নেয়া হবে না। ৯২ ভাগ বাংলার মুসলামনরা সহ্য করবেনা। মসজিদটি মালিক কর্তৃপক্ষ ও রাজউক কর্তৃক অনুমোদিত যা ভবন নির্মাণের সময় প্ল্যান অনুযায়ী করা হয়েছে। সেখানে মসজিদ প্রতিষ্ঠা হয়ে রীতিমত নামাজও আদায় করা হয়েছে। এখন কতিপয় অসাধু দৃস্কৃতিকারীর লালসার শিকারে পরিণত হয়েছে মসজিদের এই স্থানটি। বাণিজ্যিকভাবে মুল্যবান হওয়ায় তাদের লোভ হলো মসজিদের জায়গা দখল করে দোকান করে ভাড়া দেয়া। সেই অনুযায়ী তারা প্রতিষ্ঠিত এই মসজিদকে ভেঙ্গে দোকান করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এই আস্ফালন বরদাশত করা হবে না। ইসলামী শরীয়াহ অনুযায়ী একবার মসজিদ হিসেবে নামাজ আদায় হওয়ার পর এখানে কোন কিছু করার এখতিয়া কারো নেই। কাজেই মসজিদ বন্ধ করা বা ভাঙ্গার চেষ্টা প্রতিহত করা হবে।
গতকাল দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এক যুক্ত বিবৃতিতে বলেন, মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত অচিরেই জড়িতদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। অন্যথায় তাওহীদি জনতা ফুঁসে উঠলে চক্রান্তকারী নাস্তিক্যবাদী গোষ্ঠীর আখের রক্ষা হবে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ