বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে : ডাক্তারের হাতুড়েপনার শিকার হয়ে সিজার অপারেশনের সময় অকাল মৃত্যুর শিকার হয়েছে এক নবজাতক। খবর শুনে সংজ্ঞাহীন পড়ে নবজাতকের প্রসূতির স্বামী নবজাতকের পিতা মাসুদ মিয়া। বুধবার রাতে নরসিংদী শহরের ভেলানগর এলাকার সততা হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে অবাঞ্ছিত ঘটনাটি ঘটেছে। ঘটনার পর হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, বুধবার রাতে সিজার অপারেশনের জন্য সততা হাপাতালে ভর্তি হয় রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকার মাসুদ মিয়ার স্ত্রী শিল্পী বেগম। এই ক্লিনিকে স্ত্রী রোগ বিশেষজ্ঞ না থাকায় ডাক্তার মাজহারুল ইসলাম নামে একজন এমবিবিএসকে সিজারের অপারেশনের জন্য ডেকে আনে হাসপাতাল কর্তৃপক্ষ। ভর্তি হবার সাথে সাথেই ডাক্তার মাজহারুল ইসলাম প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা তথা আল্ট্রাসনোগ্রাম ছাড়াই প্রসূতি শিল্পী বেগমকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেন। পরে ডাক্তার মাজহারুল ইসলাম অনভিজ্ঞ হাতে সিজার অপারেশন করার সময় নবজাতক মারা যায়। সঙ্কটাপন্ন হয়ে পড়ে প্রসূতি শিল্পী বেগমের অবস্থা। এ খবর ছড়িয়ে পড়লে রোগীর আত্মীয় স্বজনরা হাসপাতালে এসে প্রতিবাদ করলে ডাক্তার মাজহারুল ও হাসাপাতালের লোকজন হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সততা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আরিফুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, অপারেশনে কিছুটা ত্রæটি ছিল। থিয়েটারে নেওয়ার আগে রোগীর আল্ট্রাসনোগ্রাম করার প্রয়োজন ছিল। ডাক্তার কেন সেটা করেননি তা তিনিই জানেন। এ ব্যাপারে সাংবাদিকরা বার বার ফোন করেও ডাক্তার মাজহারুল ইসলামের নাগাল পাননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।