Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধ্যাত্বজনিত সমস্যা বাড়ছে : ডা. কামরুল হাসান খান

ইনফারটিলিটি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেছেন, পরিবেশ দূষণ, ভেজাল খাবার, দুশ্চিন্তাসহ নানা কারণে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বন্ধ্যাত্বজনিত সমস্যা বাড়ছে। বর্তমানে এ হার নারী ও পুরুষের মধ্যে প্রায় সমান সমান। যথাযথ চিকিৎসা গ্রহণ ও সুস্থ, সুন্দর, সচেতন জীবনযাপনের মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব। তিনি ইনফারটিলিটি বিষয়ে অধিক গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এ ধরণের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকদের রোগীর প্রতি অধিক যতœশীল হতে হবে ও সতর্কতা অবলম্বন করতে হবে। রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও সাধনতা অবলম্বন করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রেসিডেন্টদের বিশ্বমানের চিকিৎসক হওয়ার লক্ষ্যে অধিক সময় দানের জন্য নির্দেশ দেন।
গতকাল শহীদ ডা. মিলন হলে অবস এন্ড গাইনী বিভাগের উদ্যোগে ‘ওভারভিউ অফ মেল এন্ড ফিমেল ইনফারটিলিটি এন্ড আনএক্সপ্লেইনড ইনফারটিলিটি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অবস এন্ড গাইনী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. পারভীন ফাতেমা। আরো বক্তব্য রাখেন এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ হাসানাত। সেমিনারে কনসালট্যান্ট ডা. শর্বরী দে-এর উপস্থাপনায় প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডা. জেসমিন বানু, সহযোগী অধ্যাপক ড. ফারজানা দীবা ও সহযোগী অধ্যাপক ডা. শাকিলা ইশরাত। এদিকে বিশ্ববিদ্যালয়ে গতকাল কক্লিয়ার ইমপ্লান্ট স্পিচ থেরাপি বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভিসি ডা. কামরুল হাসান খান। সভাপতিত্ব করেন কক্লিয়ার ইমপ্লান্ট প্রকল্পের পরিচালক প্রফেসর ডা. মো. আবুল হাসনাত জোয়রদার। ইন্টান্যাশনাল গেস্ট ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন শ্বেতা সন্তোষ দেশপান্ডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ