বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে অপেক্ষমাণ মেধা তালিকা থেকে ভর্তি আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে। ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মহিবুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, মেধা তালিকায় ভর্তি শেষে ‘বি’ ইউনিটের ৪৯০ টি আসন এবং ‘এ’ ইউনিটের ১৬৭টি আসন শূণ্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর সকাল ৯টায় ‘বি’ ইউনিটের ‘বি-১’ উপ-ইউনিটের অপেক্ষমান তালিকার ১-৮২২ পর্যন্ত এবং উপ-ইউনিট ‘বি-২’ এর অপেক্ষমান তালিকার ১-১৫ জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে।
একইদিন দুপুর ২টায় ‘বি’ ইউনিটের ‘বি-১’ উপ-ইউনিটের অপেক্ষমাণ তালিকার মুক্তিযোদ্ধা কোটায় ১-১৫ জন, প্রতিবন্ধী কোটায় ১-২জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১-৪ জন এবং ‘বি-২’ উপ-ইউনিটের অপেক্ষমাণ তালিকার মুক্তিযোদ্ধা কোটায় প্রথম ২ জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে।
এছাড়া আগামী ২৭ ডিসেম্বর সকাল ৯টায় বিজ্ঞান শাখা অপেক্ষমান তালিকার ১-২২০ জন, মানবিকের ১-৩৯ জন এবং বাণিজ্য শাখা ১-১৫ জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে।
ওইদিন দুপুর ২টায় বিজ্ঞান শাখার মুক্তিযোদ্ধা কোটায় ১-৩ জন, প্রতিবন্ধী কোটায় ১ জন, পোষ্য কোটায় ১-৩ জন শিক্ষার্থীকে ভর্তি জন্য ডাকা হয়েছে। মানবিকে মুক্তিযোদ্ধা কোটায় ১ জন এবং বিজ্ঞান, বাণিজ্য, মানবিক সকল শাখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ভর্তির জন্য অপেক্ষমান তালিকার প্রথম ১ থেকে ৪ জনকে ডাকা হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে (যঃঃঢ়://িি.িংঁংঃ.বফঁ/ধফসরংংরড়হ) এ ওয়েবসাইট এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।