Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার: নরসিংদীতে আবারও গুপ্তহত্যা সংঘটিত হয়েছে। ৩ দিন নিখোঁজ থাকার পর ইমরান নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্র ও রোববার একজন পাওয়ার লুম শ্রমিক ও একজন রিক্সাচালককে হত্যা করার পর গুপ্তহত্যার শিকার হয়েছে এই হতভাগ্য ইমরান। গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর দড়িপাড়া এলাকায় এই গুপ্তহত্যাটি সংঘটিত হয়েছে। ঘাতকরা ইমরানকে হত্যা করে তার ইজিবাইকটি নিয়ে গেছে এবং ইমরানের লাশটি একটি ক্ষেতের আইলে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে পালিয়ে গেছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর কান্দাপাড়া গ্রামের আ: বাছেদ ভূ্ইঁয়ার পুত্র ইমরান নরসিংদী রায়পুরা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত সোমবার রাত ৮ টা পর্যন্ত তাকে রাস্তায় ইজিবাইক চালাতে দেখা যায়। এরপর হঠাৎ সে ইজিবাইকসহ নিখোঁজ হয়ে যায়। তার পিতা-মাতা ও আত্মীয় স্বজন তাকে অনেক খোঁজাখুজি করে কোথায়ও না পেয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে। কিন্তু এরপরও পুুলিশ তার কোন হদিস করতে পারেনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে কয়েকজন দিন মজুর বাদুয়ারচর দড়িপাড়া এলাকার একটি জমিতে কাজ করতে গেলে সেখানে তারা তীব্র দুর্গন্ধ অনুভব করতে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ