বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মো: শামসুল আলম খান : বিশ্ব ইজতেমার অংশ হিসেবে ময়মনসিংহে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। সদর উপজেলার বাড়েয়ায় গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয়ে আগামী শনিবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এ ইজতেমার ব্যবস্থাপনা কমিটির জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন ময়মনসিংহ জেলা তাবলীগ জামায়াতের সূরা সদস্য, ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডীন অধ্যাপক ড. মোশাররফ হোসেন। জানা যায়, ময়মনসিংহে চতুর্থবারের মতো এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এ ইজতেমাকে ঘিরে গত ক’দিন ধরেই ধর্মপ্রাণ মুসল্লীরা আসতে শুরু করেন। বৃহস্পতিবার দিনভর এখানে মুসল্লীদের ঢল নেমেছিল। প্রায় ৫০ একর জমিতে নির্মিত প্যান্ডেলের ভিতরে বসে সাড়ে তিন লাখ এবং আশপাশের প্রায় ৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লী দ্বীনের বয়ান শুনছেন। ইজতেমায় কাকরাইলসহ তাবলীগ জামায়াতের বিশিষ্ট মুরুব্বীরা বয়ান করছেন। ইজতেমায় বধিরদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। তাদের মূল প্যান্ডেলে বয়ান বদিরদের ইশারায় অনুবাদ করার ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের মানুষ কীভাবে আল্লাহ ওয়ালা ও ইমান ওয়ালা হবে এবং জাহান্নাম ও দোযখের আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারে এ নিয়েও বয়ান করবেন মুরুব্বীরা। বৃহস্পতিবার বিকেলে ইজতেমা প্রাঙ্গণ পরিদর্শন ও মুসল্লীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে যান ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু। ইজতেমা প্রাঙ্গণে উপস্থিত ময়মনসিংহের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আল আমিন জানান, মুসল্লীদের সার্বিক নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।