প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’ ফিল্মটির সাফল্য বিবেচনা করলে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর সাফল্য প্রায় নিশ্চিত। তবে সালমান খান অভিনীত শেষ ফিল্ম ‘টিউবলাইট’-এর পরিণতির কথা মনে রাখলে কিছুটা ঝুঁকি তো আছেই, তবে তা নগণ্য। ‘টিউবলাইট’ সপ্তাহান্তে আয় করেছিল ৬৫ কোটি রুপি; সালমানের ফিল্ম হিসেবে এই আয় অপ্রতুল। পাশাপাশি ‘এক থা টাইগার’ ফিল্মটির ৫ দিনের বর্ধিত সপ্তাহান্তের আয় ছিল ১১৬.০৫ কোটি রুপি। সপ্তাহান্তের আয়ে ‘সুলতান’ অভিনেতাটির সবচেয়ে সফল ফিল্ম; ফিল্মটি ৫ দিনের সপ্তাহান্তে আয় করেছিল ১৮০.৩৬ কোটি রুপি।
২০১৪ সালে ইরাকে আইসিলের ভারতীয় ৪৬ নার্সকে পণবন্দী করার ঘটনা নিয়ে ‘টাইগার জিন্দা হ্যায়’ নির্মিত হয়েছে। একই ঘটনা নিয়ে ২০১৭’র মালয়ালম চলচ্চিত্র ‘টেক অফ’ নির্মিত হয়। ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মসের ব্যানারে। অ্যাকশন ড্রামা ফিল্মটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ‘এক থা টাইগার’-এর পরিচালক আলি আব্বাস জাফর চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সালমান ছাড়া অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, সাজ্জাদ দেলআফরুজ, অঙ্গদ বেদি, নওয়াব শাহ, কুমুদ মিশ্র এবং গিরীশ কারনাড। বিশাল দাদলানি এবং শেখর রাবজিয়ানি সঙ্গীত পরিচালনা করেছেন।
একই দিন মুক্তি পাচ্ছে নিরঞ্জন ভারতী পরিচালিত ড্রামা ফিল্ম ‘সাবরঙ’; এতে অভিনয় করেছেন সোনিয়া লিনারেস, বিপিন পানিগ্রাহী, আকাংশ ভরদ্বাজ, জিতরাই সিং, ক্রুশি দুবে এবং সানায়া শর্মা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।