Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যতদিন বেঁচে আছি ইন্ডাস্ট্রির জন্য কাজ করবো-ওমর সানি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি এখনো সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। আজীবন অভিনয় করে যাবেন বলে ঘোষণাও দিয়েছেন। তিনি বলেন, আমার অভিনীত কোনো সিনেমা ফ্লপ হলেও অভিনয় ছাড়বো না। আমার ‘চাঁদের আলো’ হিট সিনেমা ছিল। তখন থেকেই সাংবাদিকদের অনেক সহযোগিতা পেয়েছি। তাদের সহযোগিতার কথা কখনো ভুলবো না। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদেরও অনেক দায়িত্ব রয়েছে। কিছু করলো কিংবা কিছুই করলো না, এমন কাউকে রাতারাতি হিট, সুপারস্টার বানিয়ে দেবেন না। তিনি বলেন, অনেকেই সিনেমা ফ্লপ হলে কথায় কথায় ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দেন। আমিও এক সময় নাম্বার ওয়ান নায়ক ছিলাম। অনেক হিট, সুপারহিট সিনেমা দিয়েছি এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু নিজেকে কখনো সুপারস্টার দাবি করিনি। ইন্ডাস্ট্রিতে পরিচালক শিল্পী তৈরি করেন উল্লেখ করে ওমর সানী বলেন, পরিচালকই একজন শিল্পী ও সিনেমার ভাগ্য নির্ধারণ করেন। পরিচালকের চেয়ে বড় তারকা আর কেউ নন। যতদিন বেঁচে আছি ইন্ডাস্ট্রির জন্য কাজ করবো। অনেকেই আছেন যারা কিছু হলেই ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো, অভিনয় ছেড়ে দেবো ঘোষণা দেন। আমি ইন্ডাস্ট্রিকে ভালোবাসি আজীবন ভালোবেসে যাব। চেষ্টা করবো ভালো সিনেমা উপহার দেয়ার। ওমর সানী বর্তমানে কাজ করছেন আমি নেতা হবোসহ বেশ কিছু চলচ্চিত্রে। এছাড়া রাশেদ রাহার পরিচালনায় নোলক সিনেমার শুটিংয়ের জন্য এখন ভারতে রয়েছেন তিনি।



 

Show all comments
  • Md Yousuf ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:১৭ পিএম says : 0
    সানী ভাই সঠিক বলেছেন ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ