Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দক্ষিণ কোরিয়ায় বিপাশার একক চিত্রপ্রদর্শনী

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চিত্রশিল্পী হিসেবে নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াতের সুখ্যাতি রয়েছে। ইতোমধ্যে তার একাধিক একক চিত্রপ্রদশর্নী হয়েছে এবং বিভিন্ন ফেস্টিভ্যালেও অংশগ্রহণ করেছেন। এ ধারাবাহিকতায় স¤প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এলভিএস গ্যালারিতে শুরু হয়েছে এই শিল্পীর একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে তিনি সিউলে রয়েছেন। প্রদর্শনীর বিষয়ে তারস্বামী তৌকীর আহমেদ জানান, গত ১৪ ডিসেম্বর থেকে এটি শুরু হয়েছে। চলবে এ মাসের পুরোটা সময়। তবে এতদিন সে ওখানে থাকবে না। শিগগিরই চলে আসবে। বিদেশের মাটিতে এটি তার দ্বিতীয় একক প্রদর্শনী। তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয়েছিল রোমে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বিপাশা মাস্টার্স স্নাতকোত্তর সম্পন্ন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ