Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজিজুল হকের ওপর হামলার মামলায় ধীরগতি

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মুহুরীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আজিজুল হক চৌধুরী, তার স্ত্রীর ও মেয়ের উপর হামলার মামলায় গত প্রায় ৩মাসেও তেমন কোনো অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বাদী ও তার পরিবার। বাদী রাশেদা বেগম ও তার পরিবার জানায়, ঘটনার এতদিন পরও মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। পুলিশের আন্তরিকতা অভাবে এ মামলাটির কোনো কুলকিনারা হয়নি। মামলা বিবরণ ও এলাকাবাসী জানায়, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে পূর্ব বিরোধের জের ধরে ঘোপাল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান চেরাজুল হকের পুত্র আজিজুল হক চৌধুরীর দৌলতপুর গ্রামের বাড়ির ঘরের দরজা ভেঙে ১৫-২০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে কুপিয়ে ও পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়ে এবং দুপা ভেঙে দিয়ে মারাত্মক আহত করে আজিজকে। এসময় তার স্ত্রী ও কলেজ পড়ুয়া দুই মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ঘণ্টাব্যাপী ঘরে লুটপাট ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল ও পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আজিজুল হক চৌধুরীর স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা করেন। ঘোপাল ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, রাজনৈতিক কারণেই আজিজুল হকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজিজুল হক এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। স্বাভাবিকভাবে কথা বলতে পারলেই প্রকৃত ঘটনা জানা যাবে। ছাগলনাইয়ার ঘোপাল তদন্তকেন্দ্রের এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম জানান, ওই মামলার মালামাল উদ্ধারের জন্য চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ