Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঘোড়াঘাটে পল্লী বিদ্যুৎ অফিসের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

দিনাজপুর অফিস ও হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাটে পল্লীবিদ্যুত সমিতি-২ এর জোনাল অফিসের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকবাসী।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নাগরিক কমিটির উদ্দোগে ডুগডুগীহাটের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীরা তাদের দোকানপাঠ বন্ধ রেখে মানববন্ধনও বিক্ষোভে সমর্থন জানায়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, ব্যবসায়ীসহ স্থানীয় সর্বস্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করা হয়। ডুগডুগীহাট নাগরিক কমিটির আহŸায়ক স্থানীয় চেয়ারম্যান কবিরুল ইসলাম জানান, ১৯৮৭ সালে বিদ্যুৎ বিভাগের অনুরোধে তাদের এক একর ৫৮ শতাংশ জায়গা দান করা হয়। এর পরও এখানে জোনাল অফিস স্থাপন করা হচ্ছে না। তারা অবিলম্বে ডুগডুগী হাটে দিনজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জোনাল অফিস স্থাপনের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ