রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুয়া মালিক সাজিয়ে দলিল সম্পাদনের অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত আব্দুর রউফ মন্ডলের পুত্র আনোয়ারুল ইসলাম মন্ডল ধুবনী কঞ্চিবাড়ি মৌজায় দীর্ঘদিন আগে তিন একর জমি ক্রয় করেন। এরপর থেকেই ক্রয়কৃত জমিগুলো এলাকার কিছু ভ‚মি দস্যু দখল করার পায়তারা করে আসছিলেন। কিন্তু কোনো উপায়ান্তর না পেয়ে গত ২৮ নভেম্বর কঞ্চিবাড়ি গ্রামের গোলাপ উদ্দিনের পুত্র আব্দুর রহমান, আব্দুর রহমানের পুত্র আকাশ ও কন্যা আশামনি নামে ধর্মপুর গ্রামের আনারুল মন্ডল নাম ও অন্য ছবি ব্যবহার করে ১০১৩৫ নম্বর দলিলমূলে এক একর জমির দলিল সম্পাদন করে নেন। এ ঘটনায় আনারুল মন্ডল পরদিন ২৯ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া জানান প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সাব রেজিস্ট্রারকে বলা হয়েছে। সাব রেজিস্ট্রার আব্দুর রশিদ মন্ডল জানান ছবির সাথে দাতার মিল থাকায় দলিলটি সম্পাদন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।