Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরগাছায় নিম্নমানের প্রশ্ন ও উত্তরপত্রে পরীক্ষা অভিভাবকদের ক্ষোভ

পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রংপুরের পীরগাছায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন ও উত্তরপত্রের জন্য অত্যন্ত নিম্নমানের কাগজ সরবরাহের অভিযোগ উঠেছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে উপজেলা শিক্ষা কর্মকর্তার বাণিজ্যের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের কাগজ মানসম্মত ও কমপক্ষে ৫৫ গ্রাম ডিমাই সাইজের হতে হবে। উত্তরপত্রের কভার পৃষ্ঠা বিদ্যালয়ের নামে মুদ্রণপূর্বক পরীক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা ৪৫ গ্রাম ডিমাই সাইজের কাগজে প্রশ্নপত্র ও খাতা তৈরি করেন। উত্তরপত্রের কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নামের জায়গা ফাঁকা রেখে মুদ্রণ করেন। যাতে একই খাতা দিয়ে সব বিদ্যালয়ে পরীক্ষা নেয়া যায়।
গত ১১ ডিসেম্বর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। বার্ষিক পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই খাতার মান নিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেন। কলমের হালকা খোঁচাতেই অনেকের খাতা ছিঁড়ে যায়। কাগজের দুই পৃষ্ঠায় লিখতে গিয়ে বিপাকে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা।
নিম্নমানের প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক-উজ-জামানসহ পাঁচ সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। এনিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
উপজেলা শিক্ষা অফিসার রফিক-উজ-জামান বলেন, সঠিক নিয়মে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহের মাধ্যমে বার্ষিক পরীক্ষা নেয়া হয়েছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ