Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ২:৫২ পিএম

নওগাঁর পত্নীতলার শিমুলতলী সীমান্তে বিএসএফের গুলিতে এরশাদ আলী (৩০) নামে এক বাংলাদেশি মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
আজ দুপুরে ভারতে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যায়। তিনি পত্নীতলা উপজেলার আমবাটি গ্রামের গজিম উদ্দীনের ছেলে।
নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল খিজির খান জানান, গত ১৯ ডিসেম্বর রাতে পন্ততলার শিমুলতলী সীমান্ত দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ফেন্সিডিল ব্যবসায়ী ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই এরশাদ আলী গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে ভারতীয় ১২২ বিএসএফ সদস্যরা ভারতের ভাতশালা ক্যাম্পে নিয়ে যায়। এরপর তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে এরশাদ মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ