বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ায় পূর্ব শত্রæতার জের ধরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে ২টি বসতঘর। এসময় ২টি বসতঘরে থাকা ৫টি ভাড়াটে অসহায় ও গরীব পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে অপর একটি ঘর রক্ষা পায়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাত ২ টায় ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের মৃত আলিম উল্যাহ মিয়াজী বাড়ীতে। ঘরের মালিক আলিম উল্যাহ মিয়াজীর পুত্র এনায়েত উল্যাহ মিয়াজী জানান, ঘটনার দিন রাতে পূর্ব শত্রæতার জের ধরে দুর্বৃত্তরা তার ২ টি বসত ঘরে আগুন ধরিয়ে দিয়ে সে যে ঘরে ঘুমিয়েছিল ওই ঘরে দরজার সামনে দিয়ে বন্ধ করে দেয়। মুহুর্তের মধ্যে দুটি বসত ঘর ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী দরজা খুলে তাকে উদ্ধার করে। এসময় ২টি বসতঘর ও পৌরসভার সুইপার মোঃ নয়ন, রিক্সা চালক আবু সৈয়দ মিয়া, সিএনজি চালক জাহিদুল ইসলাম সুমন, নুরুল আফছার ও জাকির হোসেনসহ ৫ জন ভাড়াটিয়ার ঘরের সকল মালামাল ও নগদ ৫৫ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।