Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যরাতে রাঙামাটি শহরে আগুনে অর্ধশত ঘরবাড়ি পুড়ে ছাই : কোটি টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


রাঙামাটি জেলা সংবাদদাতা : মধ্যরাতের আকস্মিক আগুনে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ২নং পাথরঘাটা এলাকায় ৫ দোকানসহ অন্তত অর্ধশত বসতঘর পুড়ে গেছে। রাত আড়াইটার সময় জনৈক কালামের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছে। দেড়ঘন্টাব্যাপী আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় সকলেই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেসময়ে চায়ের দোকানটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত হওয়ার অন্তত ২০ মিনিট সময়ের পর দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। এসময় তারা দীর্ঘ প্রায় দেড়ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরই মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ৫দোকানসহ অন্তত অর্ধশত ঘর পুড়ে গেছে। এতে করে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
এদিকে ঘটনার পরপর রাত সাড়ে তিনটার সময় ক্ষতিগ্রস্থ এলাকায় উপস্থিত হয়ে আগুনের সার্বিক পরিস্থিতি দেখতে ছুটে আসেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক গোলাম মোস্তফা জানিয়েছেন, রাঙামাটি ও কাপ্তাই ফায়ার সার্ভিসের ৫০ জনের দমকর্মী দীর্ঘ প্রায় দেড়ঘন্টা চেষ্ঠা চালিয়ে রাত চারটার সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে বুধবার দুপুরে ত্রান সামগ্রী বিতরণ করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মূছা মাতব্বর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনছুর আহম্মেদ উপস্থিত ছিলেন। আগুনে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারকে তাৎক্ষনিকভাবে ১০কেজি চাউল, ৫ কেজি আলুসহ ১০ রকমের খাদ্র সামগ্রী ও ১৪ আইটেম রান্নার গৃহ সামগ্রী ও পরিবার প্রতি চারটি কম্বল এবং নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়াও রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হয়েছে ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ