Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ইসলামিক ফ্রন্টের জনসভা জাতীয় জীবনে সুস্থতা ও স্থিতিশীলতা আসেনি

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো: ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, দেশ এখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দোরগোড়ায় পৌঁছলেও জাতীয় জীবনে সুস্থতা ও স্থিতিশীলতা আসেনি। জনজীবনে ঘুষ, দুর্নীতি, খুন, গুম, জুলুম, নির্যাতন ইত্যাকার গর্হিত কর্মকাÐসমূহ জগদ্বল পাথরের ন্যায় চেপে বসেছে। সামাজিক শান্তি ও জন নিরাপত্তা বিঘিœত হচ্ছে। গত মঙ্গলবার ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পুরাতন রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, বিজয়ের ৪৬ বছর উদযাপন, জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণার প্রতিবাদ, রোহিঙ্গা সংকট নিরসন, চট্টগ্রাম নগরীর রাস্তা-ঘাট সংস্কার, যানজট নিরসন ও পরিকল্পিত চট্টগ্রামের উন্নয়নের দাবিতে এ জনসভার আয়োজন করা হয়। প্রধান বক্তার বক্তব্যে ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, দেশের অন্যতম প্রধান সমস্যা রোহিঙ্গা শরণার্থী। রোহিঙ্গা মুসলমানদের জাতিগত নিধনের মাধ্যমে বাংলাদেশে পুশ ইন অব্যাহত রেখেছে। এ যাবত ১০ লাখেরও অধিক রোহিঙ্গা শরণার্থীর বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছে। মহানগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচএম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা এসএম ফরিদ উদ্দিন, কাজী মাওলানা জসিম উদ্দিন, অধ্যাপক আ মা ম মুবিন, সিরাজ উদ্দিন তৈয়বী, মাওলানা মহিউদ্দীন তাহেরী, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ