বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাথরবোঝাই ভারতীয় ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দু’জন। গত মঙ্গলবার দিকে ভোমরা বন্দরের সোনালী ট্রান্সপোর্টের সামনে জাহাঙ্গীরের চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম উজ্জল সরকার। তার বাড়ি খুলনার পাইকগাছা পৌরসভার সরল গ্রামে। তিনি ঠাকুর সরকারের ছেলে। আহতরা হলেন, একই পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রবিশংকর বন্ধু ও সাতক্ষীরা সদরের ভোমরা গ্রামের মোকছেদ আলীর ছেলে আলম গাজী।
সদর থানার ইনচার্জ ওসি মারুফ আহমেদ জানান, পাথরবোঝাই ভারতীয় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিকভাবে সড়কের পার্শ্ববর্তী জাহাঙ্গীরের চায়ের দোকানে উল্টে পড়ে এই দূর্ঘটনাটি ঘটে। তিনি জানান, আহতদের উদ্ধার করে রাতেই সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।