Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবিয়ায় অপহরণ চক্রের মূল হোতা গ্রেফতার

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : লিবিয়ায় অপহরণকারী চক্রের মূল হোতা মো. দেলোয়ার (৪০) কে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ ডোকলাখালি গ্রাম থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের ডিবি পুলিশ। গত মঙ্গলবার রাতে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে এসআই মো. আহসানুজ্জামান সংগীয় ফোর্স নিয়ে এই অভিযান চালান। দেলোয়ার ডোকলাখালি গ্রামের আতাহার শিকদারের ছেলে।
পুলিশ সুপার শামসুন্নাহার বলেন,আসামী দেলোয়ার আন্তর্জাতিক অপহরণকারী চক্রের সদস্য। দেলোয়ার লিবিয়ায় অবস্থান করে লিবিয়ার নাগরিক ও বাংলাদেশের আরও কতিপয় ব্যক্তির সহায়তায় নিরিহ শ্রমিক বাংলাদেশীদের জিম্মি করে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মুক্তিপনের টাকা সংগ্রহ করে। সে গত ১৬ অক্টোবর দেশে এসে নিজেকে আত্মগোপন করে রাখে। লিবিয়ার এ্যাম্বাসিতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তার নাম মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে। আসামী দেলোয়ার বিভিন্ন সময় বাংলাদেশী বিভিন্ন বক্তিকে আটক রেখে টাকা আদায় কওে আসছিল। সম্প্রতি দেলোয়ারের বিরুদ্ধে লিবিয়ায় অবস্থানরত মারুফ নামে এক ব্যক্তির ভাই রুবেল বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উত্ত মামলার ভিকটিম মারুফকেও একইভাবে লিবিয়ার সন্ত্রাসী গোষ্ঠির সহায়তায় আটক রেখে অমানুষিক নির্যাতন করে। তা ভিডিও কল করে ইমোর মাধমে দেখিয়ে বাদীর নিকট থেকে ৯ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপন আদায় করে। এসআই মো. আহসানুজ্জামান বলেন,আজ বুধবার আসামী দেলোয়ারকে চাঁদপুরের আদালতের মাধ্যমে তিনদিনের রিমান্ড নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ