Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরের লালপুরে গরু বোঝাই ভুটভুটি উল্টে নিহত ১ আহত ৫

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের লালপুরে গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে গরু বোঝাই ভুটভুটি উল্টে হযরত মন্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত হযরত বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে। এ ঘটনায় আহত ৫ জনের মধ্যে বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের আবু বক্করের ছেলে গাড়ির ড্রাইভার বিপুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত বাকী ৪ জনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের ভাদু প্রামানিকের ছেলে কমর আলী (৬০), আরেজ মন্ডলের ছেলে লিটন মন্ডল (৪৫), হরিনা গ্রামের চান্দু আলীর ছেলে পারুল (৫০) ও চারঘাট উপজেলার রায়পুর গ্রামের কাচু আলীর ছেলে দুলাল (৫০)।
স্থানীয় ও লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী অরনকোলা গরুর হাট থেকে গরু বোঝাই ভুটভুটি গাড়ি নিয়ে আসার পথে লালপুর-বাঘা সড়কের মাধবপুর মোড়ে গাড়ি উল্টে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ৬ জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক হযরত মন্ডলকে মৃত ঘোষনা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ