Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুয়েটে আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বুয়েটে বৃহস্পতিবার ৩ দিন ব্যাপি ‘আই ইইই রিজিওন ১০ (এশিয়া প্যাসিফিক) হিউমানিটারিয়ান টেকনোলজি কসফারেন্স’ শুরু হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ আয়োজিত ইসিই ভবনে ২১-২৩ ডিসেম্বর ‘আই ইইই রিজিওন ১০ (এশিয়া প্যাসিফিক) হিউমানিটারিয়ান টেকনোলজি কসফারেন্স’ {ওঊঊঊ জবমরড়হ ১০ (অংরধ চধপরভরপ) ঐঁসধহরঃধৎরধহ ঞবপযহড়ষড়মু ঈড়হভবৎবহপব (জ১০-ঐঞঈ)} অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনফারেন্সে ইউএসএ, কানাডা, ইটালি, অস্ট্রেলিয়াসহ বিশ্বের দশটিরও বেশী দেশ হতে আনুমানিক ৭৫ জন বিদেশী লেখক/আলোচক অংশ গ্রহণ করছেন। এ ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম কনফারেন্সের ঈযরবভ চধঃৎড়হ থাকছেন। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে (২১/১২/২০১৭ইং) ইউ.জি.সি. এর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কনফারেন্সে অধিৎফ ঈবৎবসড়হু এবং উরহহবৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি থাকবেন।- বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ