Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চরভদ্রাসন প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রধান পাকা সড়ক ঘেষে প্রায় ১০ শতাংশ সরকারি জমির উপর গড়া অবৈধ স্থাপনা মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সগীর হোসেন উচ্ছেদ করেছেন। এ উচ্ছেদ অভিযানের অন্যরা হলেন-চরভদ্রাসন থানার এস.আই. লিয়াকত আলী, তহশীলদার আবু বক্কার, সার্ভেয়ার মঞ্জুরুল হক ও পুলিশ। গত বছর উক্ত পাকা সড়কের কাচা অংশ থেকে প্রায় ৩০ ফুট চওড়া ও ১০০ ফুট লম্বাকৃতি করে ১০ শতাংশ জমির উপর একচালা দোকান ঘর নির্মান করে রেখেছিল দখলদাররা। এতে মেইন সড়ক দখলসহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর স্বার্থ বিনষ্ট হচ্ছিল। এ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এলাকাবাসী লিখিত অভিযোগ করলে গত ৭ ডিসেম্বর ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মিত্র স্থাপনাটি উচ্ছেদের নির্দেশ দেন। জানা যায়, গত বছর এলাকার শাহজাহান (৫০) ও ইউসুপ সেক (৪৮) সহ প্রভাবশালী মহল রাতের আধারে মেইন সড়ক ঘিরে দোকানঘর নির্মান করেন। উচ্ছেদকৃত স্থাপনাটির পিছনে রয়েছে ভূবেন্বশ্বর শাখা নদ। দখলদাররা মেইন সড়কের কাচা অংশসহ নদীর ঢাল পর্যন্ত দখল করে রেখেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ