Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ৬ আসনের এমপি শাহরিয়ার আলম রাজশাহীর বাঘায় দুর্ঘটনার কবল থেকে ট্রেন রক্ষা করা দুই শিশুর সারা জীবনের শিক্ষার দায়িত্ব নিয়েছেন। তিনি নিজে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন।
ফেইসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার নির্বাচনী এলাকায় আড়ানী রেল লাইনের পাশেই আবাস তাদের। তাদের সারা জীবনের শিক্ষার দায়িত্ব নিয়েছি।’
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্যক্তিগত সহকারি সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার কবল থেকে ট্রেন রক্ষা করার খবর পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বিষয়টি নিয়ে খোঁজ খবর নেন। তার নির্বাচনী এলাকার দুইজন শিশু এ ধরণের সাহসিকতা দেখানোয় প্রতিমন্ত্রী গর্ববোধ করেন। একই সঙ্গে দুই শিশুর বাবাকে ফোন করে তাদের সারা জীবনের শিক্ষার দায়িত্ব নেন।



 

Show all comments
  • মোঃ আব্দুল গাফফার ২০ ডিসেম্বর, ২০১৭, ২:৫১ পিএম says : 0
    ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, শিশুদুটোকে উপযুক্ত পুরষ্কারই আপনি প্রদান করেছেন। এই পুরষ্কারের বিষয় শিশুশিক্ষার পাঠ্যসুচির অন্তর্ভূক্ত হোক যেন সারাদেশের শিশুরা এই সাহসী শিশুদেরকে চিনে এবং নিজেদেরকে তাদের মত করে গড়ে তোলে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ