বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলা টিমের দুই সক্রিয় সদস্য গ্রেফতার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর ২ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে দু’জনকে আটক করে র্যাব-১১। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। আটককৃতরা হলো- কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার জাহিদুল ইসলাম কাওসার (৩২) ও গাইবান্দার সদরের মশিউর রহমান জীবন (২৮)। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ইদবারদী ষ্ট্যান্ড এলাকা তাদের আটক করা হয়। এ সময় দেশিয় অস্ত্র ও জঙ্গীবাদী লিফেলেট উদ্ধার করা হয়।
র্যাব জানান, জাহিদুল ইসলাম ওরফে কাওছার ২০০৪ সালে রাজধানীর একটি স্কুল থেকে এসএসসি পাশ করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত। সে ২০০৪ সালে জনৈক জুয়েল এর মাধ্যমে জেএমবি’তে যোগদান করে এবং জেএমবির শীর্ষ স্থানীয় জঙ্গী নেতা আরাফাত রহমান সানির মাধ্যমে জেএমবির সামরিক শাখার জন্য প্রশিক্ষণ গ্রহণ করে আতœঘাতী গ্রæপে নাম লেখায়। পরে সে ২০০৭ সালে তার এক বাল্য বন্ধুর মাধ্যমে হিযবুত তাহরীহতে যোগদান করে ২০০৭ সালে থেকে ২০০৯ সাল পর্যন্ত সক্রিয় সদস্য হিসেবে কাজ করে। ইতিপূর্বে র্যাব-১১ কর্তৃক গ্রেফতারকৃত সৈয়দ রায়হান কবির ওরফে রায়হান ওরফে বাবুর মাধ্যমে সে ২০১৫ সালে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এ যোগদান করে।
মোঃ মশিউর রহমান ওরফে জীবন ২০১১ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে এসএসসি পাশ করে ফার্নিচারের দোকানে কাজ শুরু করে এবং ২০১৩ সালে জনৈক লিটন এর সাথে পরিচয় এবং ঘনিষ্ঠতার মধ্য দিয়ে জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত হয়। তার বাসায় জঙ্গী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত একাধিক মিটিং হয়েছে বলে সে স্বীকার করেছে এবং তার বাসায় সাজিদ নামের এক জঙ্গী নেতা স্ত্রীসহ অনেক দিন আত্মগোপনে ছিল বলে সে স্বীকার করে। পরবর্তীতে ২০১৬ সালের শেষের দিকে সে জনৈক শিপনের মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করে কাজ করতে থাকে। এই ব্যাপারে আড়াইহাজার থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।