Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য সেবা বাসস্থান খাদ্য বস্ত্র নিশ্চিত করার সরকারের দায়িত্ব-পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও আল-কারীম জেনারেল হাসপাতাল-এর প্রধান পৃষ্ঠপোষক মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাস্থ্য সেবা বাসস্থান খাদ্য ও বস্ত্র মানুষের মৌলিক অধিকার। এগুলো নিশ্চিত করা সরকারের দায়িত্ব ও কর্তব্য। ডিজিটাল যুগেও মানুষ সেবা পাচ্ছে না। অনেক রোগী চিকিৎসাহীন অবস্থায় মারা যাচ্ছে। সরকারি হাসপাতালে ও অনেক গরীব-অসহায় রোগী সেবা বঞ্চিত হচ্ছে। এক প্রসূতি মা তিন হাসপাতালে ঘুরেও চিকিৎসা সেবা না পেয়ে রাস্তায় বাচ্চা প্রসব করেছে। লজ্জা থাকলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করার দরকার ছিল। তিনি বলেন, মানুষের সেবা করাও ইবাদত। মানুষের মধ্যে মমত্ববোধ না থাকায় মানুষ মানুষকে অকথ্য নির্যাতন ও হত্যা করছে। আল-কারীম জেনারেল হাসপাতাল মানুষের সেবাকে খেদমত হিসেবে গ্রহণ করে মানুষের খেদমত আঞ্জাাম দিচ্ছে। খেদমতের নিয়ত থাকলে হাসপাতাল প্রতিষ্ঠাকারী, ডাক্তার, নার্স ও বয়সহ সম্পৃক্ত সকলেই ছাওয়াবের অধিকারী হবে এবং চাকুরীও হবে। সোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ী সংলগ্ন ধলপুর কমিউনিটি সেন্টারে আল-কারীম জেনারেল হাসপাতাল-এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, আলহাজ্ব মোঃ জান্নাতুল ইসলাম, ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ বাদল সরদার, ডা. একিউএম মোবিন, ডা. আলী ফয়সাল লিটন, ডা. পরিতোষ কুমার সরকার, ডা. মোঃ দেলোয়ার হোসেন, আলহাজ্ব আবুল বাশারসহ শেয়ার হোল্ডারগণ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ